স্পোর্টস ডেস্ক
গুঞ্জনটা প্রথম সামনে এনেছিল দ্য অ্যাথলেটিক। জার্মান মিডফিল্ডারের জন্য বায়ার্ন মিউনিখ আর ম্যানচেস্টার সিটির দৌড়ঝাঁপের মাঝেই লিভারপুলের নামটা জড়িয়ে দেয় তারাই। পরবর্তীতে ব্রিটিশ গণমাধ্যম দ্য সানসহ একাধিক তথ্য জানায়, সত্যিকার অর্থেই ফ্লোরিয়ান ভির্টজ নামের তরুণ জার্মান সেনসেশনের জন্য আগ্রহী হয়ে উঠেছে লিভারপুল।
গত একমাস ধরে যে লড়াইটা ছিল কেবলই বায়ার্ন মিউনিখের, শেষ এক সপ্তাহে সেটা পরিণত হলো এক ত্রিমুখী লড়াইয়ে। ২২ বছরের ভির্টজকে পেতে মরিয়া হয়ে ছিল বায়ার্ন মিউনিখ। তবে সেটায় কদিন আগে যোগ দেয় ম্যানচেস্টার সিটি। ক্লাব কিংবদন্তি কেভিন ডি ব্রুইনার বদলে লম্বা সময়ের জন্য ভির্টজকেই পছন্দ দ্য সিটিজেন্সদের। আর লিভারপুল নতুন করে যুক্ত হয়েছে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে নিতে।
যদিও আরেক ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানাচ্ছে, লিভারপুল আপাতত পুরোপুরি দর্শকের ভূমিকায়। লেভারকুসেন এবং ম্যানচেস্টার সিটির মধ্যে দরদামের মনোমালিন্য হলেই এতে যুক্ত হতে পারে ২০ বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। তবে কাজটা খুব একটা সহজ হচ্ছে না। এর পেছনে বড় কারণ সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। নিজেদের ক্লাবের রেকর্ড গড়ে হলেও এই জার্মান তারকাকে দলে চান তিনি। আর এজন্য ম্যানসিটিকে খরচ করতে হবে ১২৬ মিলিয়ন ইউরো।
গত সপ্তাহেও শোনা গিয়েছিল ভির্টজকে পেতে বায়ার্ন মিউনিখই ফেভারিট। ১২৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি আর ১২৫ মিলিয়নের বেতন– সবমিলিয়ে ২৫০ মিলিয়নের বিশাল এক প্রস্তাব ছিল বাভারিয়ানদের পক্ষ থেকে। যদিও শেষ পর্যন্ত সেটা আলোর মুখ নাও দেখতে পারে। বিশেষ করে লেভারকুসেন তাদের লিগ প্রতিপক্ষ বায়ার্নের কাছে ভির্টজকে বিক্রি করতে আগ্রহী না। সেই সুযোগটাই নিতে চায় ম্যানচেস্টার সিটি।
জার্মান গণমাধ্যম বিল্ডের খবর, ম্যানচেস্টার সিটির সঙ্গে আলাপ করতে এরইমাঝে ইংল্যান্ডে উড়ে গিয়েছেন ভির্টজের বাবা-মা। নতুন করে স্কাই জানাচ্ছে, ম্যানচেস্টার সিটির সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়েছে ভির্টজের।
লিভারপুল অবশ্য ভির্টজের ব্যাপারে আশা এখনই হারাচ্ছে না। এরইমাঝে লেভারকুসেন থেকেই জেরেমি ফ্রিম্পংকে দলে নেয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে তারা। ডাচ এই রাইটব্যাককে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের বিকল্প হিসেবে অ্যানফিল্ডে উড়িয়ে আনতে চান আর্নে স্লট। দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে চুক্তি হয়ে গিয়েছে এমন খবর দিয়েছেন স্কাই ইতালিয়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। পরিস্থিতি বুঝে এই সুযোগেই ফ্লোরিয়ান ভির্টজকে দলে নিতে আগ্রহী তারা।
লেভারকুসেন অবশ্য আর্থিক অবস্থা এবং জার্মান লিগে প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় ম্যানচেস্টার সিটিকেই পছন্দ করে রাখছে লেভারকুসেন। বায়ার্ন অবশ্য একেবারেই হতাশ হচ্ছে না লেভারকুসেনের পক্ষ থেকে। স্বদেশি ডিফেন্ডার জোনাথান টাহকে ফ্রি ট্রান্সফারে ঠিকই নিজেদের করে নিচ্ছে বাভারিয়ানরা।