নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি আমলা-কর্মচারী এবং গণমাধ্যমে থাকা কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন।
রোববার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্যসচিব ফারহান সরকার, যুগ্ম আহ্বায়ক মো. তানভীর ইসলাম, যুগ্ম সদস্যসচিব মো. আবিদ ইসলাম ও জুলাই আন্দোলনে আহত সৌরভ।
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সচিবালয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় ৩০০ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।
লিখিত বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সদস্যসচিব ফারহান সরকার চার দফা দাবি জানান। এর মধ্যে একটি দাবি হচ্ছে সরকারের সব সেক্টরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা এবং তা জনসম্মুখে প্রকাশ করা।
এছাড়া ফ্যাসিবাদী কার্যক্রমে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা, প্রশাসনে থাকা ফ্যাসিবাদী আদর্শ প্রচারের সব পথ বন্ধ করা এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসারও দাবি জানানো হয়েছে।