নিজস্ব প্রতিবেদক
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
সোমবার (১৯ মে) দুপুর থেকে মরিজ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা ইপিজেডের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে করে ওই এলাকায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, তারা মাসের পর মাস বেতন না পাচ্ছেন। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে তারা সড়ক ছাড়বেন না।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার সোহেল কবীর বলেন, শ্রমিকরা বকেয়া বেতন আদায়ের জন্য আন্দোলন করছেন এবং সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধান আনার চেষ্টা চলছে।