নিজস্ব প্রতিনিধি,
ঢাকার বাজারে বেড়েছে তেজ পাতার দাম। গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়ে মানভেদে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে পণ্যটি। যা এক সপ্তাহ আগে প্রতি কেজি তেজপাতার মূল্য ছিল ১২০ টাকা।
ঈদ শেষ হলেও এই পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে তথ্য নেই ব্যবসায়ীদের নিকট। ধারণা করা হচ্ছে, কঠোর বিধি নিষেধের কারণে গুরুত্বপূর্ণ নিত্যপণ্য না হওয়ায় তেজপাতার উৎপাদন ও সরবরাহ কমেছে। অন্যদিকে, ঈদে ব্যপক চাহিদা থাকায় বিক্রি বেড়েছিল এই পাতার। যেজন্য বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
সরকারি বিপণন সংস্থার তথ্য থেকে জানা গেছে, গত বছর এই সময়ে বাজারে প্রতি কেজি তেজপাতা বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকায়। এ বছর তা কেজিতে ৩০ থেকে ৭০ টাকা বৃদ্ধি পেয়ে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিএসডি/এমএম