নিজস্ব প্রতিনিধি,
লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট। চলতি হিসাব বছরের জানুযারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের অধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এমন চিত্র ফুটে উঠেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৭৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২.৫৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।
এদিকে, শুধু জানুয়ারি থেকে মার্চ, ২১ পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩.৩১ টাকা।
গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৭.৯০ টাকা
বিএসডি/এমএম