নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরসহ অন্য সদস্যরা দুর্নীতি তদন্তে তাদের কাজ শুরু করেছেন।
মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কাজ শুরু করে কমিটি।
এর আগে গত ১৪ মে এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতঃপূর্বে ইসলামিক ফাউন্ডেশনের গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের ২২৮তম সভার সিদ্ধান্তের আলোকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ দস্তগীরকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব। এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন।