নিজস্ব প্রতিবেদক,
সুরমা নদীর উপর ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল ফের বন্ধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রিকশা, ভ্যান, বাইসাইকেল ও মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার রাতে সিসিক ব্রিজের দুইপাশে এ সংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে। পাশাপাশি ব্রিজের উত্তর ও দক্ষিণ প্রান্তের প্রবেশ মুখে নতুন করে লোহার ব্যারিকেড বসানো হয়েছে।
এ বিষয়ে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ক্বিন ব্রিজটি যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এর আগে ২০১৯ সালে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছিল। এরপর কে বা কারা ব্যারিকেড সরিয়ে ফেললে যানবাহন চলাচল শুরু হয়। তাই নতুন করে ব্যারিকেড বসানো হয়েছে।
তিনি বলেন, নতুন করে বন্ধ করে দেওয়া বলা যাবে না। আগের নিয়ম ফের বহাল করা হয়েছে।
২০১৯ সালের ১ সেপ্টেম্বর ক্বিন ব্রিজ দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয় সিসিক। সে সময় ব্রিজটি সংস্কার করে পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। প্রায় ৮৭ বছরের পুরাতন ব্রিজের পূর্ব ও পশ্চিমে নগরীর ভেতরে সুরমা নদীতে শাহজালাল ও কাজিরবাজার নামে দুটি ব্রিজ রয়েছে। তারপরও নদীর দুই প্রান্তের মানুষ চলাচল সুবিধার জন্য ক্বিন ব্রিজ ব্যবহার করে থাকে। নতুন নিষেধাজ্ঞায় অটোরিকশা ও কার বন্ধ থাকবে।
বিএসডি/আইপি