নিজস্ব প্রতিবেদক
মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন শতবর্ষী মা আমিরুন নেছা। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি।
আদালতের বারান্দায় বসে শতবর্ষী আমিরুন নেছা বলেন, ‘তিন বছর আগে জায়গা বেচার টাহা আমার ছোড পোলা ইউনুসের কাছে রাখছিলাম। এহন সেই টাহা মোর দরকার, ডাক্তার দেহামু। কিন্তু চাইতে গেলেও আমারে লাথি মারে, গালিগালাজ করে। কিসের টাহা, টাহা দেবে না কইছে।’ এই বলে তিনি কাঁদতে থাকেন।
আদালত সূত্রে জানা যায়, শতবর্ষী আমিরুন নেছা তার ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঘটনার সূত্রপাত তিন বছর আগে। সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের ইউনুস মোল্লার কাছে জমি বিক্রির তিন লাখ টাকা জমা রাখেন তার মা আমিরুল নেছা। চলতি মাসের ১২ জুন তিনি অসুস্থ হয়ে চিকিৎসার প্রয়োজনে ওই টাকা চাইলে ইউনুস ক্ষিপ্ত হয়ে মাকে লাথি মারেন বলে অভিযোগ। এতে ডান পায়ে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত ইউনুস মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার মাকে মারিনি। ভাইয়েরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ সোলায়মান বলেন, একজন মা যখন সন্তানের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন, তখন বুঝতে হয় সমাজ কোন অবস্থায় দাঁড়িয়ে। আদালত সরাসরি ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা ন্যায়বিচার আশা করি।