নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সভাপতি হিসেবে মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক হিসেবে রাফিউর রহমান ফাত্তাহ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার সানী আব্দুল হক।
ফলাফল ঘোষণাকালে ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, বাংলাদেশ ছাত্রপক্ষ প্রমাণ করেছে যে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গণতন্ত্র, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতার ভিতেই নিহিত। কাউন্সিলের প্রতিটি ধাপ গঠনতান্ত্রিক নীতি মেনে পরিচালিত হয়েছে।
ফলাফল ঘোষণা শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি মিষ্টি খাইয়ে ও কেক কেটে ছাত্রপক্ষের নেতাকর্মীদের শুভকামনা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রপক্ষ এবি পার্টির ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, ফওজিয়া ফারিহা করবী ও রাশেদুল ইসলাম।