নিজস্ব প্রতিবেদক
শিল্প কারখানা খোলার খবরে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। যানবাহন বন্ধ থাকলেও নানা উপায়ে হাজার হাজার মানুষ কর্মস্থলে ফিরছেন।
শনিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের একটি বড় ফেরিতে শুধু মানুষ এবং কিছু মোটরবাইক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্য ছেড়ে যায়। এছাড়া, যেসব ফেরি দৌলতদিয়া থেকে ছেড়ে গেছে সেখানেও মানুষের সংখ্যাই বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে বাড়ছে মানুষের চাপ। যাত্রীর চাপ সামলাতে ঘাট এলাকায় হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
যশোর থেকে গাজীপুর যাবেন শাহীন আলম নামে এক যাত্রী। তিনি বলেন, ‘আমি পোশাক কারখানায় চাকরি করি। একদিনের নোটিশে এভাবে ঢাকায় ফিরতে নাজেহাল অবস্থা। গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। শিল্প কারখানা খুলে দিয়েছে ভালো কথা। সেই সঙ্গে বাসও খুলে দিলে আমাদের কষ্ট কম হতো।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া শাখার ব্যাবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৬টি ফেরী চলাচল করছে। নদীতে পানি বাড়ার তীব্র স্রোত রযেছে।
বিএসডি/এমএম