আন্তর্জাতিক ডেস্ক
দ্বন্দ্বে জর্জরিত ইয়েমেনের ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে ভুগছেন। যারা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। যারমধ্যে ১০ লাখের বেশি শিশু রয়েছে। বুধবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে মানবাধিকার প্রধান আরও বলেন, ইয়েমেনে ৫ বছর বা তারও কম বয়সী শিশুর অনেকে তীব্র পুষ্টিহীনতায় ভুগছে।
যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী সেপ্টেম্বরে অভুক্ত মানুষের সংখ্য্যা ১ কোটি ৮০ লাখ পেরিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অপরদিকে পুষ্টিহীনতায় ভোগার সংখ্যা ১২ লাখ ছাড়াতে পারে। যার প্রভাবে অনেক মানুষ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে যেতে পারেন।
ইয়েমেন আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। ২০১৩ সালে গৃহযুদ্ধ শুরু হলে ইয়েমেনের অর্থনীতি খারাপ থেকে আরও খারাপ হয়।
সূত্র: এপি