নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ড এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই’-সহ বিভিন্ন স্লোগান দেন।
শনিবার (১২ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে কলেজের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। শহর জুড়ে ছাত্রদের প্রতিবাদের সুর ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশের যেকোনো সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা বরাবরের মতো সোচ্চার থাকবেন। রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে চলমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় নানা প্রতিবাদী স্লোগান। ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই’ – এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
সিরাজগঞ্জ সরকারি কলেজর শিক্ষার্থী মুনতাসির হাসান মেহেদী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাদেশে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
রকি খান নামের আরেক শিক্ষার্থী বলেন, একটি সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ প্রত্যাশা করি। যেখানে কারো বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা ভয়ভীতি প্রদর্শনের জায়গা থাকবে না।