বিনোদন ডেস্ক
কাকা আনু মালিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানালেন, “একজনের বিরুদ্ধে এতজন যখন যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, তখন নিশ্চয়ই কিছু ঘটেছে। তিনি যৌন হয়রানি করেছেন।”
কেন পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন আমাল? নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, কাকা আনু মালিকের সঙ্গে তাদের আর কোনো পারিবারিক যোগাযোগ নেই। কাকার কীর্তিকলাপ জানার পর তার প্রতি সমস্ত শ্রদ্ধা হারিয়েছেন বলেও জানিয়েছেন আমাল।
এর আগে নিজের বাবা-মায়ের দেওয়া মানসিক চাপে তিনি অবসাদে ভুগেছিলেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন গায়ক। এবার কাকা আনু মালিককে নিয়ে কথা বলায় নতুন করে আলোচনায় ফিরেছে সংগীত পরিচালক আনুর বিরুদ্ধে আনা মিটু অভিযোগ।
আমালের মন্তব্যে পরিবারে ভাঙনের ইঙ্গিত মিললেও, তিনি স্পষ্ট করেছেন যে, “আমি কাকাকে খুব শ্রদ্ধা করতাম। কিন্তু তার কুকীর্তি জানার পরে সেসব নষ্ট হয়ে গেছে। এখন আর কথা বলি না। তার বাড়ির আনুষ্ঠানে আমাকে দেখবেন না। কেবল ভাই আরমানের বিয়েতে কাকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এই পর্যন্ত।”
এছাড়া আমাল জানান, আনু মালিকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার বাবা ভয় পেয়ে গিয়েছিলেন, ছেলের বিরুদ্ধেও এমন কিছু অভিযোগ ওঠে কি না।
সেসময় বাবাকে আশ্বস্ত করে আমাল বলেছিলেন, “আমি তোমার শিক্ষায় শিক্ষিত। কোনো গানে সুর দেওয়ার বিনিময়ে গায়িকাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের মতো মনোভাব আমার নেই।”
আনু মালিক বরাবর এই অভিযোগগুলো ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে এই প্রথম পরিবারের কেউ প্রকাশ্যে আনুর বিরুদ্ধে আনা অভিযোগে সিলমোহর দিলেন, যা নিয়ে বলিউড অন্দরে নতুন করে চর্চা শুরু হয়েছে।