নিজস্ব প্রতিবেদক
আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের বিলিং ও আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
অফিস আদেশে সচিব মশিউর রহমান খান উল্লেখ করেছেন, গঠিত কমিটি ২০২৫-২৬ অর্থ বছরের বিলিং ও আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য কাজ করবেন। সেখানে ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত বিলিং, পানির উৎপাদন, মূল সমন্বয়, নতুন সংযোগ ও গভীর নলকূপের বিল জারি ইত্যাদির ওপর ভিত্তি করে খসড়া লক্ষ্যমাত্রা উপস্থাপন করবেন।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালককে (অর্থ) এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান রাজস্ব কর্মকর্তাকে।
কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, বাণিজ্যিক ব্যবস্থাপক, সচিব, প্রধান হিসেব রক্ষণ কর্মকর্তা এবং উপ প্রধান রাজস্ব কর্মকর্তাকে।