নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে পিঠের চামড়া থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেছেন, যারা ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই পরাজিত শক্তি ২০২৫ সালে এসেও দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। তারা একাত্তরে যেমন জিয়াউর রহমানের হাতে পরাস্ত হয়েছিল, ঠিক তেমনি দেশনায়ক তারেক রহমানের হাতে পরাস্ত হবে।
শুক্রবার (১৮ জুলাই) কর্ণফুলী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার হেলাল হুশিয়ার করে বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনায়ক তারেক রহমান ও বিএনপিকে নিয়ে আর কোনো ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে এবং অপপ্রচার চালানো হলে পিঠের চামড়া থাকবেনা। এ দেশের মানুষ একাত্তরের মতোই বাংলার মাটি থেকে একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত দলকে পিঠিয়ে বিদায় করবে।
তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র হউক না কেন, কোনো কাজ হবে না। আকাশের বিশালতার মতোই বিশাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আকাশ যেমন ঢাকা যায়না তেমনি তারেক রহমানকেও ঢাকতে পারবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচন থেকে তারেক রহমান ও বিএনপিকে দূরে রাখতে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে গুপ্তভাবে এ ষড়যন্ত্র করা হচ্ছে।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হেলাল উদ্দিন।