নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক সমাবেশ শেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামী নেতারা বলছেন, নতুন বাংলাদেশ গড়তে সারা দেশেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে জামায়াত। সমাবেশ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশে লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার সরিয়ে নেওয়া হচ্ছে।
ঐতিহাসিক জাতীয় সমাবেশ পরবর্তী সোহরাওয়ার্দী উদ্যানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শন করতে যান জামায়াতে ইসলামীর নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত আমির অসুস্থ অবস্থাতেই জাতির উদ্দেশে মৌলিক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা সমাবেশের আয়োজন করেছিলাম, তার সমাপনী ও সভাপতির বক্তব্যে জাতি পেয়েছে আশার বাণী।
তিনি বলেন, এই সমাবেশ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছিল। সমাবেশ শেষ হলেও এ কমিটির দায়িত্ব ছিল পুরো সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার-পরিচ্ছন্ন করা। সমাবেশ শেষ হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করেছি সোহরাওয়ার্দী উদ্যানকে পরিচ্ছন্ন করতে। ইয়াছিন আরাফাত ও শফিকুল ইসলাম মাসুদ পানি ও স্যানিটেশন বিভাগ, স্টেজ ডেকোরেশনের দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে এক দফা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক, ফুটপাত ও রমনা পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
বুলবুল বলেন, সারাদিনের পর রাতেও সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের আনাগোনা থাকে। সেখানে যদি অপরিচ্ছন্ন অবস্থায় উদ্যান থেকে যায় তাহলে সেটা খুবই খারাপ। আর পরিষ্কার-পরিচ্ছন্নতা তো ঈমানের অঙ্গ। সেজন্যই আমরা উদ্যোগী হয়েই এ কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, শুধু একটা সমাবেশ করেছি বলেই সোহরাওয়ার্দী উদ্যানকে পরিষ্কার করছি তা নয়, আমরা মনে করি পুরো ঢাকাকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত। ঢাকাকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির বলেন, এক দফা পুরো সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়েছে। আজ দিনভর দ্বিতীয় দফায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। শেষ না হওয়া পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গণপূর্ত অধিদপ্তর, মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন যেন তাদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বেগবান করে। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।