প্রচুর ধারদেনায় জর্জরিত বার্সেলোনা—এ কথা নতুন নয়। তাও নবনির্বাচিত সভাপতি হোয়ান লাপোর্তা দায়িত্বে এসেই গলায় এই দেনার ফাঁস আলগা করতে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই উদ্দেশ্যেই এবার বেশ বড় একটা পদক্ষেপ নিয়েছে কাতালানরা। কাতালানভিত্তিক সংবাদমাধ্যম এলস্পোর্তিউ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের কাছ থেকে ৫০ কোটি ইউরো ঋণ নিয়েছে বার্সেলোনা। অন্তত আগামী দুইবছরের জন্য এ অর্থ বার্সেলোনাকে আর্থিকভাবে স্থিতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
ইএসপিএন, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, এএস ও স্পোর্ত—প্রত্যেকেই এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। এই ৫০ কোটি ইউরোর মধ্যে ১০ কোটি এখনই হাতে পেয়ে যাবে বার্সেলোনা। এই ১০ কোটি ইউরো দিয়ে কয়েক মাস ধরে জমতে থাকা খেলোয়াড়দের বকেয়া বেতনাদি এবং স্বল্পমেয়াদি ধার পরিশোধ করা হবে বলে জানিয়েছে ইএসপিএন। তবে গোল্ডম্যান স্যাকস ব্যাংকের সঙ্গে বার্সেলোনার এ সম্পর্ক আজকের নয়। সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর বোর্ডও এই ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছিল, কিন্তু সেটা শুধুই ‘এস্পাই বার্সা’ প্রকল্পের জন্য নেওয়া হয়েছিল।
বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু ও এর আশপাশের স্থাপনাগুলোর উন্নয়নের জন্য যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তাকেই বলা হয় ‘এস্পাই বার্সা’ প্রকল্প। ২০২৪-২৫ মৌসুমে এ প্রকল্প শেষ হবে। গোল্ডম্যান স্যাকসের কাছ থেকে শুধু এ কারণেই আগে বার্সেলোনা ঋণ নিয়েছিল। তবে এবারের ধারটা তারা চাইলে অন্য যেকোনো কারণে ব্যবহার করতে পারে। বলা বাহুল্য, কোন কারণে বার্সেলোনা এ অর্থ ব্যবহার করবে!
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এলস্পোর্তিউ জানিয়েছে, প্রথাগত অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত যেসব শর্তে ঋণ সুবিধা দিয়ে থাকে, গোল্ডম্যান স্যাকসের কাছ থেকে আরও অনেক সহজ শর্তে ঋণ পেয়েছেন হোয়ান লাপোর্তা। গতকাল সকালেই ঋণ পাওয়ার বিষয়টা নিশ্চিত হয়।
ক্লাবের সাম্প্রতিক বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনার মোট ধারের পরিমাণ ১১৭ কোটি ৩০ লাখ ইউরো, যার মধ্যে ৭৩ কোটি ইউরোই স্বল্পমেয়াদি। বিভিন্ন ব্যাংকের কাছে ধার আছে ২৬ কোটি ৩০ লাখ ইউরোর মতো, বকেয়া বেতনাদি বাবদ ধার ১৬ কোটি ইউরো এবং বন্ড অর্থায়ন বাবদ ২০ কোটি ইউরো।
বার্সেলোনার এক সূত্র এলস্পোর্তিউকে আশাবাদ ব্যক্ত করেছে, এই ঋণ বার্সাকে আর্থিকভাবে স্থিতিশীল করে তুলবে।