করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় মাঝ পথে এসে থেমে যায় আইপিএলের ১৪তম আসর। এরপর বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সব দেশের বিদেশি ক্রিকেটারদের দ্রুত সময়ে দেশে ফেরত পাঠাতে পারলেও অস্ট্রেলিয়া সরকারের কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটির ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফদের নিয়ে বিপাকে পড়তে হয় বিসিসিআইকে।
শুরুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মালদ্বীপে কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর নিষেধাজ্ঞা শেষ হলে তাদের দেশে ফেরত পাঠায় বিসিসিআই। নিজ দেশে গিয়েও ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে অজি ক্রিকেটারদের। তবে ভারত থেকে অস্ট্রেলিয়ার কোয়ারেন্টিন পর্যন্ত সব খরচ বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী দায়িত্বে থাকা নিক হিকলি এমনটাই জানিয়েছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কোয়ারেন্টিন ব্যয় কি ভারতীয় ক্রিকেট বোর্ডই বহন করছে, এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, ওরাই বহন করছে।’