আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়া অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্র অভিমুখে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে বলে দাবি দেশটির সামরিক প্রশাসনের। তাদের ধারণা এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। খবর রয়টার্স।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়া থেকে নিক্ষেপিত একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন তারা। এটিকে একটি দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করছেন তারা। তাদের ধারণা ক্ষেপণাস্ত্রটিকে মহাকাশ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। পারমাণবিক অস্ত্রধারী দেশটি ২০১৭ সালের পর এবারই প্রথম পূর্ণ-ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন তারা।
তবে এই পরীক্ষাটিতে আদৌ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি-না, তা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়নি।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সতর্ক করে জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ণ মাত্রায় একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার প্রস্তুতি নিতে পারে। এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৭ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ হোয়াসং-১৭ নামে দেশটির চতুর্থ বৃহত্তম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল দেশটি।
তবে পিয়ংইয়ংয়ের তরফ থেকে ক্ষেপণাস্ত্রগুলো সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবস্থা স্থাপনের জন্য কিছু যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করছিলেন। সম্প্রতি দেশটির শীর্ষ নেতা কিম জং উন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর সামরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য শিগগিরই কিছু স্যাটেলাইট স্থাপন করা হবে।
বিএসডি/ এমআর