বর্তমান সময় ডেস্ক
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চার জন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মো. জাকারিয়া রহমান (বিপি-৮৫১২১৪৭৬৭০) অতিরিক্ত পুলিশ সুপার, এসপিবিএন, ঢাকাকে পুলিশ সদর দফতর, এম.এম মোহাইমেনুর রশিদ, (বিপি-৮৭১২১৪৭৬৬৫) অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, সাতক্ষীরাকে পুলিশ সদর দফতর, আসাদুজ্জামান (বিপি-৮৮১৯১৪৭৮১০) অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল, মুন্সীগঞ্জকে অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ, মো. কামরুজ্জামান, (বিপি-৬৩৮৬০৫৮২৯৩) অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহকে খুলনা মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মো. ফয়েজ ইকবাল (বিপি-৮৯১৭১৯৫১৭১) সহকারী পুলিশ সুপার, এসবি, ঢাকাকে কুমিল্লার দাউদকান্দি সার্কেল, মো. মাসুম বিল্লাহ (বিপি-৮৫১৭১৯৫১৯৯) সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি অফিস, বরিশালকে ভোলার তজুমুউদ্দিন সার্কেল, আবুল কালাম আজাদ (বিপি-৬৬৯০০৭৫৪১৯) সহকারী পুলিশ সুপার, আরআরএফ, বরিশালকে চট্টগ্রাম নবম এপিবিএন, সোহেল পারভেজ (বিপি-৮৭১৬১৭৮৩৫৯) সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল, ফেনীকে রেঞ্জ ডিআইজি অফিস বরিশাল, সাখাওয়াত হোসেন সেন্টু (বিপি-৮৭১৭১৯৫২৪৯) সহকারী পুলিশ সুপার, ১৩ এপিবিএন, ঢাকাকে সহকারী পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় বদলি করা হয়েছে।
এই কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে আগামী ১৩ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায়, ১৪ জানুয়ারি থেকে তাৎক্ষণিকভাবে তারা অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।