আন্তর্জাতিক ডেস্ক:
১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয় ফাইজারের করোনা টিকা। কোম্পানির চালানো এ বিষয়ক সর্বশেষ ট্রায়ালের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, এই বয়সী কিশোর-কিশোরীদের ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার পর চার মাস পর্যন্ত করোনা থেকে শতভাগ সুরক্ষা বোধ করে।
ফাইজারের পরিচালিত ট্রায়ালে অংশ নেওয়া অপ্রাপ্তবয়স্কদের সবাই বয়স বারো থেকে সতেরোর মধ্যে।
চলতি বছর আগস্টে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ছাড়পত্র পেয়েছে ফাইজারের করোনা টিকা।
তবে কোম্পানিটির লক্ষ্য এফডিএর পূর্ণ ছাড়পত্র পাওয়া। এক্ষেত্রে ট্রায়ালের এই ফলাফল সহায়তা করবে বলে আশা করছে ফাইজার।