নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি ঘোষিত ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার ময়মনসিংহ মহানগরের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় মহানগর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা রতন আকন্দ, যুবদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ নুর আলম সিদ্দিকী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাইমুর আরেফিন পাপনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে এ মিছিলে অংশ নেন। পরে নেতাকর্মীরা মহানগরের বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন।
অবরোধ চলাকালে ময়মনসিংহ পাটগুদাম এলাকায় পথসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করায় জনসাধারণ এবং পরিবহন মালিক-শ্রমিকদের ধন্যবাদ জানান।
বিএসডি/ এফ এ