নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক জনবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার চলমান বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালন প্রসঙ্গে এ সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দেয়।
সার্কুলারে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক রোস্টারিং এর মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নিমিত্তে প্রয়োজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
এতে আরও বলা হয়, অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবে এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন।
এ ছাড়া সার্কুলারে ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্ব্যবিধি সংক্রান্ত নির্দেশাবলী কঠোরভাবে পরিপালন করতে বলা হয়।
বিএসডি/ এলএল