নিজস্ব প্রতিবেদক
উপহার হিসেবে বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে অস্ট্রিয়া। বুধবার (২৯ ডিসেম্বর) টিকাগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্ট্রি ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি জেনারেল পিটার লন্সকি টিফেনথাল ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিতের কাছে এসব টিকা হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অস্ট্রিয়া থেকে উপহার পাওয়া এসব টিকা বুধবার দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রিয়ায় বঙ্গবন্ধু স্মারক ডাকটিকিট অবমুক্ত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টিকা হস্তান্তর অনুষ্ঠানের আগে ওই ডাক টিকিট অবমুক্ত করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হন। পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্ট্রি ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি জেনারেল পিটার লন্সকি টিফেনথাল ভিয়েনা থেকে টিকিট দুটি অবমুক্ত করেন।
এসএ