আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন মারা গেছে। স্থানীয় সময় রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিসবেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে সকায় ৯টায় উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটি পানিতে বিধ্বস্ত হয়ে যায়। প্লেনটিতে পাইলটসহ মোট চারজন আরোহী ছিলেন।
স্থানীয় সময় দুপুর ১২টায় ৬৯ বছর বয়সী পাইলটসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাটি নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত।
ঘটনায় নিহত আরো একজন ব্যক্তি ও দুই শিশুর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে পাইলটের সাথে তাদের কোন সম্পর্ক থাকতে পারে বলে মনে হচ্ছে না।
কুইন্সল্যান্ডের পুলিশ ইন্সপেক্টর ক্রেগ হোয়াইট জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় পাইলটের পরিবারের সদস্যরা কুইন্সল্যান্ডের রেডক্লিফ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতে তিনি বলেন, “আমি বুঝতে পেরেছি পরিবারের সদস্যাদের কতটা দুঃখের দিন এইটি। পরিবারটি মানসিকভাবে আঘাত পেয়েছে অনেক বেশি।”
তিনি বলেন, বড়দিনের আগে এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ফ্লাইটটি একটি আনন্দ ভ্রমণের জন্য ছিলো।
বিএসডি/ এলএল