আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে বক্তব্য দিয়েছেন। এখানেই ন্যাটো এবং জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনকে কিভাবে সমর্থন করা যায় এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করবেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমার আলোচনার বিষয় খুবই স্পষ্ট। আমার শুধু তিনটি আইটেম চাওয়ার আছে। তা হলো— অস্ত্র, অস্ত্র এবং অস্ত্র।
দিমিত্র কুলেবা বলেন, পুতিনকে সংযত রাখা এবং রাশিয়ার সেনাবাহিনীকে পরাজিত করার সর্বোত্তম উপায় ছিল, ইউক্রেনকে অস্ত্র দেওয়া। অস্ত্র দিলে যুদ্ধ আর বেশিদূর গড়াবে না।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের সেনাবাহিনী এবং সমগ্র ইউক্রেনীয় দেখিয়েছে যে, আমরা যুদ্ধ করতে জানি, আমরা জিততে জানি।
দিমিত্র কুলেবা বলেন, আমরা যত অস্ত্র পাব এবং এসব অস্ত্র যত দ্রুত পৌঁছাবে তত মানুষের জীবন রক্ষা পাবে, শহর ও গ্রামগুলো ধ্বংস হবে না, বুচার মতো পরিস্থিতি হবে না।
জবাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনকে সমর্থন করতে, আত্মরক্ষার অধিকার ধরে রাখতে ন্যাটো দেশগুলো অস্ত্র সহায়তা দিচ্ছে।
বিএসডি/ এমআর