নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে পিস্তল, গুলি ও ইয়াবাসহ মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৯৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
র্যাব-৪ এর দাবি, গ্রেফতার মাসুদ রানা ওরফে কালা মাসুদ অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি।
র্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, গ্রেফতার মাসুদ রানা শেরেবাংলা নগর থানা এলাকায় ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত শফিকুর রহমান কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় কৃষি কাজ করতেন। পরে জীবিকার তাগিদে তার বাবা পরিবার নিয়ে ১৯৭৫ সালে ঢাকায় চলে আসেন এবং মুগদা বাসাবো এলাকায় রিকশাচালক হিসেবে কাজ শুরু করেন।
মাসুদ রানা ১৯৯১ সালে ১২ বছর বয়সে গার্মেন্টসে যোগ দিয়ে দীর্ঘ ১২ বছর চাকরি করেন। চাকরি ছেড়ে ২০০৩ সালে ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় টেম্পু-সিএনজি চালানো শুরু করেন। দীর্ঘ আট-দশ বছর সিএনজি চালান তিনি। ২০১৩ সালে সিএনজি ছেড়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন।
অপরাধের কৌশল
র্যাবের দাবি, ২০১৩ সালের পর থেকে তিনি বিভিন্ন পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ভূমি দখল, মারপিট করা, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে যুক্ত হন। তখন থেকেই তিনি কালা মাসুদ নামে পরিচিত।
তাছাড়া তিনি এলাকায় মাঝে মাঝে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন। এজন্য কেউ তার বিরুদ্ধে এলাকায় কথা বলতে সাহস করত না। কেউ তার বিরুদ্ধে কথা বললে মারধর করাসহ প্রাণনাশের হুমকি দিতেন। তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মামলা আছে।
এএসপি মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতার মাসুদ রানার মা মোর্শেদা বেগম ওরফে মমতাজ বেগম একই এলাকায় পেশাদার মাদক কারবারি। এর আগে মোর্শেদা বেগমের অবৈধভাবে মাদক ব্যবসার জন্য ৭ বছরের জেল হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিএসডি/ এলএল