আইআইইউসি প্রতিনিধি:
গত ৯ই জানুয়ারি (রবিবার) সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত ক্যাম্পাসে সুন্দরভাবে সম্পন্ন হলো আয়োজিত সকল ডিপার্টমেন্টের এর নবীন বরণ অনুষ্টান৷ নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় সেজেছে বর্ণিল সাজে।
উক্ত অনুষ্ঠানের পর ইবি ক্লাব ইবি ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রীদের আলাদা ভাবে বরন করে নেয়। সিনিয়ররা বরন করে নেন আগত জুনিয়রদের। অনুষ্ঠানে ইবি ক্লাবের সেক্রেটারিবৃন্দ ও নবাগত শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য প্রদান করা হয় ।স্বাগত বক্তব্যে প্রথমে বক্তব্য দেন ইবি ক্লাব এর ফিমেল চ্যাপ্টার এর প্রেসিডেন্ট ডিপার্টমেন্টের লেকচারার শেখ কামরুন নেসা ম্যাম। এরপর মেল চ্যাপ্টার এর প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন স্যার বক্তব্য দেন। বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আগমনে ডিপার্টমেন্টের পথচলা আরও সুগম হবে। ছাত্রছাত্রীদেরকে রেগুলার ক্লাস করার অনুরোধ জানান এবং সেই সাথে পড়াশোনার পাশাপাশি এক্সটা কো-কারিকুলার অ্যাকটিভিটিস এ মনোযোগ দেয়ার জন্য পরামর্শ দেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। উপস্থিত অন্যান্য মাননীয় শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। ইবি ক্লাব এর অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মনির আহমেদ স্যার, সহযোগী অধ্যাপক ড.শরিফুল হক স্যার, সহযোগী অধ্যাপক ড. মূসা খান স্যার, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, সহকারী অধ্যাপক এবং ইবি ক্লাব এর প্রেসিডেন্ট মোহাম্মদ নিজাম উদ্দিন স্যার , সহকারী অধ্যাপক জসিম উদ্দিন স্যার, সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন স্যার, প্রভাষক জয়নাল উদ্দিন স্যার, হারুন উর রশিদ স্যার, মারুফুল ইসলাম স্যার, জাফর সাদেক স্যার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেকচারার শাহ আসাদুল্লাহ মোহাম্মদ জোবায়ের স্যার। স্যারদের বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. শরীফুল হক স্যার বলেন, ইবিতে পড়ে অনেকে এখন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত। অনেকে ব্যাংকে জব, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ব্যবসাসহ বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে। এরপর চেয়ারম্যান মনির আহমেদ স্যার উনার বক্তব্যে ইবি ডিপার্টমেন্টে আগত নবীন ছাত্রছাত্রীদের শুভকামনা জানান। ড. মুসা খান স্যার ও নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। ফিমেল ক্যাম্পাসের ইবি ডিপার্টমেন্টের কো- অরর্ডিনেটর লেকচারার তানজিনা খানম ম্যাম, সহকারী অধ্যাপক নাজনীন ফাতেমা ম্যাম বক্তব্য রাখেন। লেকচারার আমজাদ হোসেন স্যার উনার বক্তব্যে আগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ভার্সিটিতে সবাইকে ভার্সিটির নিয়ম মেনে চলার আহবান জানান। এবং পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে চলার অনুরোধ করেন। পাশাপাশি অন্যান্য শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে ছাত্রছাত্রীদের শুভকামনা জানান।
বিএসডি / আইপি