স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর মাঠে গড়াবে আগামী বছর। এবার বেশ বড়সড় প্রস্তুতি নিচ্ছে আয়োজক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী আসর থেকে ৮ দলের আইপিএল বেড়ে দাঁড়াচ্ছে ১০ দলে। নতুন দুটি দলের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিসিআই। এতে বিশাল সাড়া মিলেছে। বেশ মোটা অঙ্কের অর্থে আরপিএসজি গ্রুপ ও আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ফার্ম সিভিসি ক্যাপিটাল আইপিএলের নতুন দুই দলের মালিকানা স্বত্ব পেয়েছে।
আরপিএসজি গ্রুপ লখনৌকে বেছে নিয়েছে, সিভিসি ক্যাপিটাল নিয়েছে আহমেদাবাদকে। অর্থাৎ আগামী আইপিএল থেকে লখনৌ আর আহমেদাবাদ নামে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির দেখা মিলবে।
আইপিএলের নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে বিসিসিআই পাচ্ছে ১২ হাজার ৭১৫ কোটি রুপি। যেখানে ফ্র্যাঞ্চাইজি কিনতে আরপিএসজি গ্রুপের উইনিং বিড ছিল ৭০৯০ কোটি রুপি। সঙ্গে সিভিসি ক্যাপিটালের উইনিং বিড ছিল ৫২৫ কোটি রুপি।
বিএসডি/এসএসএ