নিজস্ব প্রতিবেদক
কয়েকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেট বোর্ডে আলোচনায় আকরাম খান। ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকতে চান না, জানা গিয়েছিল এমনটি। এরপরেই আলোচনায় আসে কে পাচ্ছেন এই দায়িত্ব, বিসিবি সভাপতির পরামর্শে আকরামই কি আবার বসবেন এই চেয়ারে? সে জল্পনার অবসান হয়েছে।
ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়ে এই বিভাগ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। যেখানে জাতীয় দলের ড্রেসিংরুমে স্বস্তি ফেরাতে চান তিনি।
জালাল ইউনুস বললেন, ‘অপারেশন্সের প্রথম কাজ জাতীয় দলকে নিয়ে। আমি জাতীয় দলের ড্রেসিংরুমে হেলদি পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য। এখানে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি হেলদি পরিবেশ আসে সেটাই হবে সঠিক ট্র্যাক। হেলদি পরিবেশের জন্য ক্রিকেটের স্বার্থে যে পদক্ষেপ নেওয়া যায়, সেটা আমি নেব। কিন্তু অনেক সময় হয় যে পরিস্থিতিটা অনুকূলে থাকে না। তাই এখন আমি শুধু সঠিক দিকে আনার চেষ্টা করব।’
এদিকে বাংলাদেশ ‘এ’ দল সর্বশেষ ম্যাচ খেলেছে কবে তা মনে করতে স্মৃতি হাতড়াতে হবে। ২০১৯ সালে সর্বশেষ ম্যাচ খেলেছিলো ‘এ’ দল। চলতি বছরের মাঝামাঝি সময়ে ‘এ দলের কার্যক্রম নিয়ে একটা ভালো সরগরম পরিস্থিতি তৈরি হয়। ‘এ’ দলের দেখভাল করে মূলত ক্রিকেট অপারেশন্স বিভাগ। যে বিভাগের চেয়ারম্যানের ভূমিকায় ছিলেন আকরাম খান। নতুন দায়িত্ব নেওয়া জালাল ইউনুস ‘এ’ দল নিয়ে কী ভাবছেন?
‘এ’ দল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে জালাল ইউনুস বললেন, ‘আসলে এ দলের যে কোন কার্যক্রম বলেন তা মহামারির কারণে থমকে গেছে। আকরাম খান কিন্তু এই পদে যথেষ্ট ভালো করেছে। এখানে অনেক কিছুই তার হাতে ছিল না, যেমন দক্ষিণ আফ্রিকা এ দল আসার কথা কিন্তু শেষ মুহুর্তে তারা না করে দিয়েছে। এরপরও কিছু ছিল, একদম বন্ধ হয়ে যায়নি। এখানে বাংলাদেশ টাইগার্স টিম করা হচ্ছে, এখানে এ দলের হাই পারফরম্যান্সের ক্রিকেটার থাকবে, তাদের নিয়েই করা হচ্ছে। তাদের সঙ্গে বসে আমাকে আলোচনা করতে হবে, ওই কমিটির সঙ্গে বসে কাজ করতে হবে।’
এসএ