নিজস্ব প্রতিবেদক
মহামারি নিয়ন্ত্রণে আগস্টের প্রথম সপ্তাহে কোভেক্সের আওতায় ৬০ লাখ ফাইজারের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসবে।
শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৮ থেকে ১০ দিনে সারাদেশে ৯০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে বর্তমানে ৮০ শতাংশ করোনা বেডেই রোগী আছে। আর মাত্র ১৫ হাজার বেড খালি আছে।
তিনি বলেন, গ্রামের মানুষ হাসপাতালে দেরিতে আসায় সাম্প্রতিক সময়ে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে।
বিস্তারিত আসছে…
বিএসডি / এমএম