ক্রীড়া ডেস্ক:
ওমানকে ২৬ রানে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মোহাম্মদ নাঈমের দারুণ পারফরম্যান্সে প্রথম পয়েন্ট পেয়েছে তারা। শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। তাদের এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপ এখনো উন্মুক্ত। সেরা দুই দল হিসেবে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে আছে তিন দল। আর পাপুয়া নিউ গিনির দরকার বিশাল মিরাকল। বৃহস্পতিবার শেষ ম্যাচে কোন হিসাবনিকাশ নিয়ে নামতে হবে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমানকে?
বাংলাদেশ
শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে টানা দুটি ম্যাচ হারা পাপুয়া নিউ গিনিকে। তারা যদি তিন বা তার বেশি রানে জিতে যায়, তাহলে নিশ্চিতভাবে উঠে যাবে পরের ধাপে। অন্য ম্যাচের ফলের দিকে তাকাতে হবে না।
আর স্কটল্যান্ড জিতলে ওমানকে নিতে হবে বিদায়। কিন্তু ওমান যদি এক রানেও জিতে যায় তাহলে স্কটল্যান্ডকে তাদের নেট রান নিয়ে যাবে গ্রুপের তিন নম্বরে।
আর বাংলাদেশ যদি পাপুয়া নিউ গিনির কাছে হেরে যায়, তাদের আশা করতে হবে যেন ওমান স্কটল্যান্ডের কাছে হেরে যায় এবং নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকে। ধরুন যদি বাংলাদেশ ১০ রানে হারে, তাহলে ওমানকে অন্তত ১৩ রানে হারতে হবে, তাহলে বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে থাকবে।
স্কটল্যান্ড
টেবিলে অবস্থান: প্রথম, ৪ পয়েন্ট। নেট রান রেট: ০.৫৭৫
একটি জয় স্কটল্যান্ডকে রাখবে টেবিলের শীর্ষে। যদি তারা হারে এবং বাংলাদেশ জিতে যায়, তিন দলের সমান ৪ পয়েন্ট হবে। তখন হিসাব হবে নেট রান রেটের।
স্কটল্যান্ড যদি এক রানে হারে এবং বাংলাদেশ তিন বা তার বেশি রানে জিতে (দুই ম্যাচেই প্রথমে ব্যাট করা দলের ১৫০ রানের ক্ষেত্রে), তাহলে ওমান ও বাংলাদেশ চলে যাবে পরের পর্বে।
ওমান
টেবিলে অবস্থান: দ্বিতীয়, ২ পয়েন্ট। নেট রান রেট: ০.৬১৩
যে কোনো ব্যবধানে জিতলেই ওমানের সুপার টুয়েলভ নিশ্চিত। তারা যদি হেরেও যায়, তারপরও প্রথম রাউন্ড টপকে যেতে পারবে বাংলাদেশ পাপুয়া নিউ গিনির কাছে হেরে গেলে। ওমান যদি ১০ রানে হারে, সেক্ষেত্রে বাংলাদেশ অন্তত ৮ রানে হেরে গেলে নেট রান রেটে এগিয়ে থাকবে স্বাগতিকরা।
পাপুয়া নিউ গিনি
পয়েন্ট টেবিলে: চতুর্থ, ০ পয়েন্ট। নেট রান রেট: -১.৮৬৭
দুই ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত পয়েন্ট নেই। তাদের নেট রান রেট নিম্নগামী। তাদের ক্ষীণ একটা সুযোগ আছে। এজন্য বাংলাদেশকে ৪৫ রানে হারাতে হবে এবং আশা করতে হবে ওমান যেন একই ব্যবধানে স্কটল্যান্ডের কাছে হারে।
বিএসডি/এসএসএ