খেলাধূলা প্রতিনিধি:
দেশের মাটিতে ফিফা প্রীতি ম্যাচে প্রথমবারের মতো খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরের মাঠে প্রথম প্রীতি ম্যাচে এশিয়ার আরেক দেশ মালয়েশিয়ার নারী ফুটবল দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ছয়টায় ম্যাচটি শুরু হবে। টি-স্পোর্টস সরাসরি খেলা সম্প্রচার করবে।
এর আগে ২০১৭ সালে একটি প্রতিযোগিতায় একবারই মুখোমুখি হয়েছিল এ দুই দল। সেবার মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে খেলা তিনজন ফুটবলার রয়েছেন মালয়েশিয়ার এবারের দলেও।
মালয়েশিয়া এ সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ জুন।
দুই ম্যাচের টিকিট থেকে আয় হওয়া টাকা বন্যাদুর্গতের সহায়তায় দেয়া হবে। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ জানান, এ দুই ম্যাচের টিকিট বিক্রি থেকে আয় হওয়া সমুদয় অর্থ সিলেটের বন্যাদুর্গতদের সহায়তায় দেয়া হবে। অন্যদের মতো আমরাও বানভাসি মানুষের প্রতি সহানুভূতিশীল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বাফুফে ভবন থেকে পাওয়া যাবে দুই ম্যাচের টিকিট।
পূর্বের সূচি অনুযায়ী দুটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। কিন্তু বন্যার কারণে ম্যাচ দুটি ঢাকায় স্থানান্তর করে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)।
বিএসডি/ ফয়সাল