খেলাধূলা প্রতিনিধি:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক আসরেই ফাইনালে উঠে চমক দেখাল গুজরাট টাইটানস। হার্দিক পান্ডিয়ার দলের রূপকথার মতো ছুটে চলা আজ আরো পূর্ণতা পাওয়ার দিন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ১ লাখ দর্শকের সামনে আজ শিরোপা জিতে ইতিহাস গড়ার সুযোগ তাদের সামনে। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
রাউন্ড রবিন লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ১০টিতে জিতেছে গুজরাট। সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে পান্ডিয়ার দল। ওই ম্যাচে ডেভিড মিলার ঝড়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ ওভারে জয় তুলে নেয় তারা। ১৮৯ রানের টার্গেটে ব্যাটিং করে ৭ উইকেটের জয় তুলে নেয় গুজরাট।
চলতি আসরে এ নিয়ে তৃতীয়বার ১৮০ রানের বড় স্কোর সফলভাবে তাড়া করল গুজরাট। তাদের আগে এ কীর্তি আছে কিংস ইলেভেন পাঞ্জাব (২০১৪), দিল্লি ডেয়ার ডেভিলস (২০১৭), চেন্নাই সুপার কিংস (২০১৮), কলকাতা নাইট রাইডার্স (২০১৯) ও রাজস্থানের (২০২০)।
কলকাতার ইডেন গার্ডেনে ওই ম্যাচে শেষ ওভারে জিততে ১৬ রানের প্রয়োজন ছিল গুজরাটের। টানা তিন ছক্কায় দলের জয় নিশ্চিত করেন প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলার। তিনি যেন মনে করিয়ে দেন কার্লোস ব্র্যাথওয়েটকে, যিনি এই মাঠেই ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টানা চার ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন দ্বিতীয় বিশ্বকাপ মুকুট।
শেষ ওভারে ১৬ রান করে আরেকটি রেকর্ড গড়েছে গুজরাট। আইপিএল প্লে অফের শেষ ওভারে এর চেয়ে বেশি রান করে আগে কেউ কখনো জেতেনি।
৩৮ বলে ৬৮ রান করে ম্যাচসেরা হন মিলার। ২০১৩ সালের পর সবচেয়ে ভালো আইপিএল মৌসুম কাটছে মিলারের। এখন পর্যন্ত ১৫ ইনিংসে ৪৪৯ রান করেছেন প্রোটিয়া হার্ডহিটার। এবারের সর্বোচ্চ ইনিংস তার হার না মানা ৯৫ রান। শুধু মিলারই নন। অভিষেক আসরে গুজরাটের হয়ে ব্যাট হাতে জ্বলেছেন হার্দিক পান্ডিয়া (৪৫৩ রান) ও শুভমান গিল (৪৩৭ রান)। উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও ৩১২ রান করে দলের এই সাফল্যে অবদান রাখেন।
বোলিংয়ে এবারের আসরে শীর্ষ পাঁচে নেই গুজরাটের কেউ। তবু সম্মিলিত প্রচেষ্টায় সফলতা এসেছে এই নবাগত দলটির। পেস বোলার মোহাম্মদ শামি ১৫ ইনিংসে ১৯ উইকেট নিয়ে রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। এছাড়া আফগান স্পিন তারকা রশিদ খান ১৮ উইকেট, লোকি ফার্গুসন ১২ উইকেট নেন।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান ৭ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাটের কাছে হারলেও দ্বিতীয়বার সুযোগ পেয়ে তা কাজে লাগাল সাঞ্জু স্যামসনের দল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান তোলে ফাফ ডু প্লেসির দল। জস বাটলারের সেঞ্চুরি (৬০ বলে ১০৬*) রাজস্থানকে এনে দেয় সহজ এক জয়।
বিএসডি/ এমআর