খেলাধূলা প্রতিনিধি:
লিডটা এরমধ্যেই ছাড়িয়েছে ২৩৮ রানে। আপাত দৃষ্টিতে খুব বড় না হলেও টেস্টের পঞ্চম দিনের বিচারে ছোটও নয়। আর কিছু রান যোগ করতে পারলে মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠতে পারে ইংলিশদের জন্য। এখনও তিনটি উইকেট হাতে রয়েছে নিউজিল্যান্ডের। সবচেয়ে বড় কথা উইকেটে আছেন দারুণ ছন্দে থাকা ড্যারিল মিচেল। ফলে পঞ্চম দিনে রোমাঞ্চকর পরিণতির অপেক্ষাতেয় রয়েছে নটিংহ্যাম টেস্ট।
ট্রেন্ট ব্রিজে সোমবার সিরিজের দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে ২২৪ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে নিউজিল্যান্ড। এর আগে ইংল্যান্ডকে ৫৩৯ রানে গুটিয়ে দেয় দলটি। ফলে ২৩৮ রানে এগিয়ে আছে কিউইরা। প্রথম ইনিংসে ৫৫৩ রান তুলেছিল সফরকারীরা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ওপেনার টম লাথামকে হারায় নিউজিল্যান্ড। অসাধারণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করে দেন জেমস অ্যান্ডারসন। এরপর উইল ইয়ং ও ডেভন কনওয়ের প্রতিরোধ। ১০০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। তাতেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দলটি। এরপর অবশ্য দারুণভাবে ম্যাচে ফেরে ইংলিশরা। ২৭ রানের ব্যবধানে তিনটি উইকেট তুলে নেয় দলটি।
পঞ্চম উইকেটে এদিনও জুটি বেঁধে ইংলিশদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মিচেল ও টম ব্লান্ডেল। ৪৫ রানের জুটিও গড়েছিলেন তারা। তবে এ দিন ক্ষতিটা বেশি হতে দেননি ব্রড। তাকে স্টোকসের ক্যাচে পরিণত করেন। এরপর এক প্রান্ত আগলে এগিয়ে যেতে থাকেন মিচেল। মাঝে তাকে ভালো সঙ্গ দেন ব্রেসওয়েল। তাতে ৭ উইকেটে ২৪৪ রান তুলে দিন শেষ করেছে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন ইয়ং। ১১৩ বলে ৮টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। ৫২ রানের ইনিংস খেলেন কনওয়ে। ১০৯ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি। মিচেল অপরাজিত রয়েছেন ৩২ রানে। তার সঙ্গী ম্যাট হেনরি উইকেট আছেন ৮ রান নিয়ে। ইংল্যান্ডের পক্ষে ৩২ রানের খরচায় ২টি উইকেট পান ম্যাথিউ পটস।
সকালে আগের দিনের ৫ উইকেটে ৪৭৩ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা এদিন ভালোই ছিল। স্কোরবোর্ডে আরও ৪৩ রান যোগ করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জো রুট ও বেন ফোকস। দারুণ ব্যাটিংয়ে তখন ডাবল সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন রুট। কিন্তু দারুণ এক স্লোয়ারে এ ইংলিশ তারকাকে বিভ্রান্ত করেন ট্রেন্ট বোল্ট। ক্ষণিকের জন্য মনঃসংযোগ বিচ্ছিন্ন করে তাকে কভারে টিম সাউদির ক্যাচে পরিণত করেন এ পেসার।
এরপর মঞ্চে আসেন অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। স্টুয়ার্ট ব্রডকে ফেরান মিচেলের ক্যাচে পরিণত করে। দারুণ এক থ্রোতে ফোকসকে রানআউটের ফাঁদে ফেলেন এ স্পিনার। শেষ ব্যাটার জেমস অ্যান্ডারসনকেও তুলে নেন তিনি। এর আগে ম্যাথিউ পটসকে বোল্ড করে নিজের ফাইফার পূরণ করেন বোল্ট। ইংলিশদের ইনিংস থামে ৫৩৯ রানে। ১৪ রানের লিড পায় সফরকারী নিউজিল্যান্ড।
দলের পক্ষে সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেন রুট। ব্যাটিং করেছেন অনেকটা ওয়ানডে স্টাইলেই। ২১১ বলে ২৬টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ব্যাটার। ফোকসের ব্যাট থেকে আসে ৫৬ রান। নিউজিল্যান্ডের পক্ষে ১০৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন বোল্ট। ব্রেসওয়েল পান ৩টি উইকেট।
বিএসডি/ এমআর