নিজস্ব প্রতিবেদক,
বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগের আয়োজনে একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবসে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকালে দিবসটি পালনকল্পে আদমদীঘি উপজেলা সদরের বাসষ্ট্যান্ড চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা আ’লীগের উদ্যোগে এক ভার্চ্যুয়াল সভা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়াল সভায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি/সম্পাদক অংশ গ্রহণ করেন।
এছাড়াও দিবসটি পালনকল্পে শনিবার বিকালে সান্তাহার স্বাধীনতা মঞ্চ চত্তরে উপজেলা যুবলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বিএসডি/আইপি