নিজস্ব প্রতিবেদক:
আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুই ছাত্রলীগ কর্মী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু ও কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষে জড়ায় তারা। এসময় ভাংচুর করা হয় পাপ্পুর ব্যবহৃত মোটরসাইকেল। আহত হয় তার গ্রুপের দুই ছাত্রলীগ কর্মী। সংঘর্ষকালে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমীর আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের অভিযোগ, মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলেজে ‘বঙ্গবন্ধু ফুটসাল টুর্ণামেন্ট’ এর আয়োজন করি আমরা। আজ ফাইনাল খেলা ছিল। কিন্তু তার আগেই খেলা পণ্ড করতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বহিরাগত, মাদকাসক্ত অছাত্রদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এসময় সাধারণ ছাত্র ও কলেজ ছাত্রলীগ মিলে তাদের প্রতিহত করে।
অপরদিকে, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু জানান, কলেজ ছাত্রলীগ কর্মীদের আহ্বানে আমি পরিদর্শন ও সৌজন্য সাক্ষাতে ক্যাম্পাসে প্রবেশ করা মাত্র তারাই আমাদের উপর ধারালো অস্ত্র, হকিস্টিক নিয়ে হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই অর্তকিত আমার কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুল বোঝাবুঝি নিয়ে কলেজে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের কয়েকজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি আমরা দেখছি।
বিএসডি/ এলএল