নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের দিন শেষ হয়ে এসেছে, ভালোয় ভালোয় পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। দলীয় নির্বাচন এই দেশে আর হবে না।
মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন করোনার পর ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে জিনিসপত্রের দাম সব জায়গায় বেড়েছে। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো? আর কবে থেকে দেশের মানুষ চিৎকার করছে যে তেলের দাম কমাও, চালের দাম, ডালের দাম কমাও আমরা আর পারছি না। করোনাকালীন দুই বছরে চুরি, ডাকাতি হয়েছে স্বাস্থ্য খাতে। এই সরকার বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ করতে না পারার প্রধান কারণ হচ্ছে সিন্ডিকেট ও আওয়ামী লীগ ব্যবসায়ী। ফলে তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিচ্ছে। ’৭২ থেকে ’৭৫ সালে যা হয়েছিল আবারও তারা তাই করছে। দুর্ভাগ্য আমাদের, আমরা সহ্য করতে করতে সহ্য করা শিখে গেছি।
বিএসডি/ এফএস