আন্তর্জাতিক ডেস্ক,
যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর সেখানকার পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজরদারি করছে বেইজিং। অনলাইন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে বিনিয়োগ বৃদ্ধি, পাকিস্তানে বড় রকমের বিনিয়োগ, এমনকি ভূ-রাজনৈতিক স্বার্থে আফগানিস্তানের পারিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজরদারি করছে চীন। বেইজিং থেকে সাংবাদিক ক্যাট্রিনা ইউ বলেছেন, একদিকে চীন হস্তক্ষেপের দিকে অগ্রসর হচ্ছে না, অন্যদিকে তারা এখনও পরিস্থিতির ওপর নিবিড় দৃষ্টি রাখছে। বেইজিং চাইছে পরিবর্তিত তালেবানদের একটা সুযোগ দিতে। এ সময়ে তারা কতটা উদার সে পরীক্ষা দিতে হবে তাদেরকে।
বিএসডি/এএ