আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের জনগণকে আশ্রয় প্রদান এবং পরিত্যক্ত ঘোষণা না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এক টুইট বার্তায় সংস্থাটির মহাসচিব আন্তেনিও গুতেরেস এই আহ্বান জানান।
টুইট বার্তায় গুতেরেস আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদেরকে ফিরিয়ে দেওয়া থেকে বিরত থাকতে সকল রাষ্ট্রের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য মতে, দীর্ঘদিন যাবত চলমান যুদ্ধের কারণে চলতি বছর প্রায় চার লাখ আফগান নাগরিক নিজ দেশেই বাস্তুচ্যুত হয়েছেন।
অবশ্য কিছু দেশ এরই মধ্যে আফগান শরণার্থীদের আশ্রয় প্রদানের কথা ঘোষণা করেছে। মূলত নারীসহ ঝুঁকিতে রয়েছেন এমন ২০ হাজার আফগান জনগণকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা।
এছাড়া বেশ কয়েকটি ন্যাটো জোটভুক্ত রাষ্ট্রও জানিয়েছে, বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে তারা আরও শরণার্থীকে স্বাগত জানাবে। এছাড়া চলমান ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখা হবে।
এ দিকে বিশেষ অভিবাসন ভিসার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১২০০ আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রে আশ্রয় দিয়েছে জো বাইডেন প্রশাসন। এছাড়া আরও সাড়ে তিন হাজারের অধিক মানুষকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মূলত আফগান দোভাষীসহ মার্কিন বাহিনীর সহায়তাকারী নাগরিকদেরই এবার প্রাধান্য দিচ্ছে দীর্ঘ ২০ বছর যাবত আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে যাওয়া দেশটি।
বিএসডি/এমএম