নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৮ ডিসেম্বর) মামলার রায় শেষে বুয়েট শিক্ষার্থীরা এ প্রতিক্রিয়া জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও বলেন, ‘ছাত্রলীগের এই ন্যাক্কারজনক ঘটনায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই সোচ্চার ছিলেন। আমরা বিজ্ঞ আদালতের প্রতি আস্থা রেখে মামলার রায়ের জন্য অপেক্ষা করেছি। রায়ে চার্জশিটভুক্ত ২৫ আসামির মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে সকলের আস্থার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। শেষ পর্যন্ত এই রায় বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের প্রত্যাশা, ছাত্র-শিক্ষক কাউকেই যেন রাজনৈতিক অপসংস্কৃতির বলি হতে না হয় এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। ।
বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, মিডায়া কর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
বিএসডি/এসএফ