বিনোদন ডেস্ক:
গত ১৬ মে প্রথমবারের মতো মা হয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় উপস্থাপিকা রুহানী লাবণ্য। তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম শীর্ষ সাওয়াব হক। এরই মধ্যে লাবণ্য তার পেশাগত কাজ অর্থাৎ উপস্থাপনায় ফিরেছেন।
লাবণ্য জানান, এরইমধ্যে তিনি গত শনিবার বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো ‘তারানা’র উপস্থাপনায় অংশ নিয়েছেন।
আগামী ১ জুন তিনি গাজীপুরে একটি স্টেজ শো’তে অংশ নিবেন। এছাড়াও ৬ জুনও আরো একটি স্টেজ শো’তে অংশ নেবেন তিনি।
অল্প ক’দিনের মধ্যেই কাজে ফেরা প্রসঙ্গে লাবণ্য বলেন,‘ যদিও কাজে ফেরা আমার জন্য কঠিন ছিল। কিন্তু তারপরও কাজে ফিরতে হয়। কারণ জীবন তো আসলে থেমে থাকে না। নিজের কাজটা নিজেকেই করতে হয়। আর কাজে বিরতি দিলেও সমস্যা হয়। অনেকেই মনে করেন যে সন্তান হওয়াতে হয়তো দীর্ঘ সময় বিরতি নেব। কিন্তু আমার শীর্ষ বেশ ভালো আছে, সুস্থ আছে। যে কারণে তাকে সঙ্গে নিয়েই কাজে যেতে পারছি। আর আমার মা আমাকে ভীষণভাবে সহযোগিতা করছেন। আমার স্বামীও।
তিনি বলেন, যে কারণে কাজে ফেরাটা আমার জন্য সহজ হয়ে গেল। আর যারা সব সময়ই আমাকে কাজে নিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি।
২০১৪ সালে এশিয়ান টিভি ও দেশ টিভি’র দুটো অনুষ্ঠানের উপস্থপনার মধ্যদিয়ে একজন উপস্থাপিকা হিসেবে তার যাত্রা শুরু হয়। লাবণ্য জানান বর্তমানে একাধিক চ্যানেলে তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। লাবণ্য প্রথম শিহাব শাহীনের পরিচালনায় ২০১৬ সালে ‘এক্স ফ্যাক্টর গেম ওভার’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ তিনি মুরাদ পারভেজের পরিচালনায় ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয় করেন।
বিএসডি/ এমআর