ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকা শহরকে ইউরোপের মতো লাগে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আর আমাদের গাড়িগুলোর দিকে যখন তাকাই, মনে হয় গরীব গরীব চেহারা। এটা তো বাংলাদেশ না। উপর থেকে মনে হয় ইউরোপ আর নামলে এ কোন বাংলাদেশ। ঢাকা শহরে মুড়ির টিনগুলো (বাস) চলছে। আল্লাহর নামে চলিলাম। গাড়ির গায়ে লেখা আল্লাহর নামে চলিলাম। আর যেতে যেতে খাদের মধ্যে অথবা পাশের আইল্যান্ডের উপর চলে যায়। এই হইলো অবস্থা।’
রবিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মালিক সমিতির নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমাদের আজ যে হাইট সেই হাইটের সঙ্গে এটি মানায় না। আমাদের গ্রামগুলোতে ঢাকা শহরের চেয়ে ভালো বাস চলে। তাহলে ঢাকা সিটিতে কেন চলবে না। আপনারা বন্ধ না করলে আমি কি এগুলো বন্ধ করতে পারব। অসুস্থতার পর আমি ভিজিট করতে পারিনি। কিন্তু অসুস্থতার আগে আমি রাত বারোটা পর্যন্ত ভিজিট করেছি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
বিএসডি/এমএম