ক্রীড়া ডেস্ক,
গুঞ্জন আর সম্ভাবনাই সত্যি হলো। ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি করলেন ফ্রি এজেন্ট লিওনেল মেসি। গত ৩০ জুন বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার রাতে কাতালান ক্লাব ঘোষণা দেয়, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাখতে পারছেন না তারা।
এর পাঁচ দিন পরই মেসির নতুন ঠিকানা হলো পিএসজি, যেখানে আছেন তার বন্ধু নেইমার। আপাতত দুই বছরের জন্য মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। তার বার্ষিক বেতন ধরা হয়েছে কর বাদে আড়াই কোটি ইউরো।
মেসিকে পিএসজিতে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির চেয়ারম্যান আল খেলাইফি নাসের। চুক্তি সই করার পর তিনি বলেন,‘মেসি ও তার পরিবারকে ফ্রান্সে স্বাগতম। আমরা অত্যন্ত আনন্দিত তিনি আমাদের এখানে খেলা শুরু করেছেন। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই।’
২০০০ সালে জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বয়সভিত্তিক স্তর পেরিয়ে ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলছেন তিনি। ১৭ বছরের বার্সেলোনা ক্যারিয়ার ও ২১ বছরের সম্পর্ক শেষ হয় বৃহস্পতিবার।
ক্লাবের অর্জনে ভারী হয়েছে ব্যক্তিগত পুরস্কারও। বার্সেলোনার জার্সিতেই মেসি টানা চারবারসহ মোট ছয়বার ব্যালন ডি`অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। পিএসজিতেও নিশ্চিতভাবে এভাবেই ক্যারিয়ার রাঙাতে চাইবেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।
বিএসডি/আইপি