ক্রীড়া ডেস্ক:
স্বপ্ন ছিল, দলকে তুলবেন বিশ্বকাপের সেমিফাইনালে। ব্যক্তিগতভাবে আকাশ ছোঁয়ার ইচ্ছাও ছিল। কিন্তু কিছুই পূরণ হলো না। খালি হাতে শেষ সাকিব আল হাসানের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। বাংলাদেশের উঠা হচ্ছে না সেমিফাইনালে। শেষ দুই ম্যাচে সাকিব দর্শক। মঙ্গলবার পরিবারের কাছে আমেরিকায় উড়াল দিয়েছেন। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সুপার টুয়েলভে বাংলাদেশ আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। গতরাতে সাকিব ছিলেন দলীয় বৈঠকে। টুকটাক আলোচনাও করেছেন নিজেদের পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে।
তিন বছর আগে দুবাইতে এশিয়া কাপ অভিযানের মাঝপথে দেশে ফিরেছিলেন সাকিব। এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব। বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। দুটিতেই জয়ের নায়ক সাকিব।
বিএসডি/এসএস