খেলাধূলা প্রতিনিধি:
ট্রেন্টব্রিজে ২৯৯ রান পাড়ি দিতে লেগেছে ৫০ ওভার। হেডিংলিতে অবশ্য সময়ের তাড়া ছিল না, তবু ২৯৬ রান ৫৪.২ ওভারে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড। নেপথ্যে আবারও সেই জনি বেয়ারস্টো।
ট্রেন্টব্রিজে খুনে ব্যাটিংয়ের পর হেডিংলিতে জানান দিলেন এই ধারা অব্যাহত থাকবে। তার আরো একটি দুর্দান্ত ইনিংসে ধবলধোলাই হয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ড। কেননা, ৭ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজের শেষটাও নিজেদের করে নেয় ইংল্যান্ড।
সোমবার শেষ দিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ১১৩ রান, হাতে ৮ উইকেট। বৃষ্টির কারণে দুই ঘণ্টা বিলম্বে শুরু হয় খেলা। কিন্তু বেয়ারস্টোর যেন খুব তাড়া। ঘণ্টা খানেকের মধ্যেই শেষ করে দিলেন ম্যাচ। আগের দিন অপরাজিত থাকা ওলি পোপ (৮২) দ্রুত বিদায় নিলে ক্রিজে আসেন তিনি। জো রুট তখন ৫৫ রানে ব্যাট করছিলেন। তবে খেলা শেষে রুট ও বেয়ারস্টোর মধ্যকার ব্যবধানটা কেবল ১৫ রানের। উইকেটে আসার পর থেকেই লাগামহীন তারা। মাত্র ৩০ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি, ইংল্যান্ডের হয়ে যা দ্বিতীয় দ্রুততম।
টার্গেট আরো বেশি থাকলে হয়তো অনন্য কিছুই করে ফেলতেন। শেষমেশ ৪১ বলে ৮ চার ও ৩ ছয়ে অপরাজিত ছিলেন ৭১ রানে। অন্যদিকে ১১ চার ও ১ ছয়ে ৮৬ রান করেন রুট। ম্যাচ সেরা হয়েছেন ১০ উইকেট নেয়া ইংলিশ স্পিনার জ্যাক লিচ। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন রুট ও ড্রারিল মিচেল।
বিএসডি/ এমআর