আর্ন্তজাতিক ডেস্ক:
আলোচনার জন্য ইউক্রেনকে সময়সীমা বেধে দিয়েছে রাশিয়া। বেলারুশের গোমেল শহরে রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল তিনটা পর্যন্ত এই সময় দেয় রাশিয়া।
রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ’কে বলেছেন, তারা তাদের দেওয়া সময় পর্যন্ত অবস্থান করবে এবং ইউক্রেনের সাড়ার জন্য অপেক্ষা করবে।
তিনি বলেন, ‘আমরা এই নিশ্চিতকরণ পাওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনার জন্য আমাদের সমকক্ষদের সঙ্গে দেখা করার জন্য অবিলম্বে রওনা হব।’ এ সময় তিনি আরও বলেন, আমরা শান্তির পক্ষে।
এর আগে ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমি রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য রাজি। কিন্তু তিনি বেলারুশে সেই বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
বিএসডি/ এফএস