প্রযুক্তি ডেস্ক,
স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের প্রিমিয়াম এবং মিউজিক সেবার গ্রাহক হু-হু করে বাড়ছে। গত বছরের ডিসম্বরে এর গ্রাহক সংখ্যা ছিল তিন কোটি। বর্তমানে তা পাঁচ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে গুগল।
গুগল নিয়ন্ত্রণাধীন প্লাটফর্মটি বলছে হচ্ছে, ইউটিউবের ফ্রি ভার্সন থেকে প্রিমিয়াম ও মিউজিক সেবার দিকে ব্যবহারকারীদের আগ্রহ যে ক্রমাগত বাড়ছে, তারই ইঙ্গিত এটি।
মাসিক খরচ ১০ ডলার করলেই ইউটিউব মিউজিক প্রিমিয়ামে বিজ্ঞাপন ছাড়া গান শোনা এবং ডাউনলোড করা যায়। ইউটিউব প্রিমিয়ামের খরচ মাসে ১২ ডলার। এতে ইউটিউব মিউজিকের সব সেবার পাশাপাশি অন্যান্য ভিডিও দেখা ও ডাউনলোড করা যায় বিজ্ঞাপন ছাড়া।
গুগল পাঁচ কোটি গ্রাহকের কথা বললেও এর কত জন প্রিমিয়াম সেবা ব্যবহার করছেন, মিউজিক সেবা ব্যবহারকারী ও ফ্রি-টায়ালের সংখ্যা নিয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এক ব্লগ পোস্টে নিজস্ব সেবাকে সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা মিউজিক-গ্রাহক সেবা বলে আখ্যা দিয়েছে গুগল।
স্পটিফাইয়ের বর্তমান গ্রাহক সংখ্যা সাড়ে ১৬ কোটি। অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের দেয়া তথ্য অনুযায়ী, প্রযুক্তি বিভিন্ন খাতে গুগলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিকের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৮০ লাখ। বাজারের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তুলনা করলে ইউটিউবের অগ্রগতি লক্ষণীয়।
বিএসডি/আইপি