দিনাজপুর প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল লতিফ মন্ডল ‘সদস্য’ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চিরিরবন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমান।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় অপরপ্রার্থী মো. শাহজাহান আলী সরকারের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর তিনি আপিল করেন। গত ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও মো. শাহজাহান আলী সরকারের মনোনয়নপত্র আপিলের পর দ্বিতীয় বার বাতিল হয়ে যায়। ফলে আব্দুল লতিফ মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, ওই ওয়ার্ড থেকে ২ জন প্রার্থী ছিল। নিয়মানুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর কোন প্রতিদ্বন্দ্বি না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। একজনের নামের ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
বিএসডি/জেজে