ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসটা নতুন করে লিখিয়েছে অস্ট্রিয়া। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে। অন্যদিকে অস্ট্রিয়ার কাছে এই হারে শঙ্কায় পড়ে গেছে ইউক্রেনের শেষে ষোলোর ভাগ্য। ম্যাচ শেষে ইউক্রেনের তারকা কোচ আন্দ্রেই শেভচেঙ্কো হারের দায় দিয়েছেন প্রথমার্ধে তাঁর খেলোয়াড়দের ‘শিশুতোষ’ ভুলের। একই সঙ্গে তিনি বলেছেন, অস্ট্রিয়ার শারীরিক শক্তির ফুটবলের কাছে অসদহায় হয়ে পড়েছিল তাঁর খেলোয়াড়েরা।
অস্ট্রিয়ার জয়সূচক গোলটি ম্যাচের ২১ মিনিটে করেছেন ক্রিস্টোফ বুমগার্টনার। অস্ট্রিয়ার কাছে হারের পর ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা ইউক্রেন সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ম্যাচ শেষে শেভচেঙ্কো বলেছেন, ‘শারীরিক দিক থেকে ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। আমরা সব ক্ষেত্রেই দেরি করেছি। আমরা এর জন্য তৈরি ছিলাম না। এমনকি আমরা ম্যাচে ছিলামই না। আমরা আসলে এমন ফুটবল খেলতে চাইনি।’
অথচ ইউক্রেনকে ঘিরে এবার দলটির সমর্থকদের অনেক আশা ছিল। বাছাইপর্বে ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে মূলপর্বে উঠেছে ইউক্রেন। এমনকি পর্তুগালের চেয়ে ৩ পয়েন্ট বেশি পেয়েছিল তারা। সেই দলই কি না আজ হেরে গেল অস্ট্রিয়ার মতো একটি দলের কাছে।
শেভচেঙ্কো বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে আমার খেলোয়াড়েরা সর্বোস্ব উজাড় করে খেলেছে। কিন্তু এমন কিছু ম্যাচ থাকে, যে ম্যাচে কোনো কিছুই আপনার পক্ষে যাবে না। এটা ঠিক যে কিছু ভুল খেলোয়াড়েরা করেছে। মাঝমাঠে সহজ অনেক বল হারিয়েছি আমরা। এরপর একটা কর্নার থেকে গোল খেয়েছি। তারপর তো ম্যাচে ফেরার আর সুযোগই পাইনি।’